চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কালা মিয়া (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) রাত পৌনে ৯টার দিকে আধুনগর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত কালা মিয়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বশরত আলী মুন্সি পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামমুখি যাত্রীবাহী একটি বাস পথচারী এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি গুরতর আহত হন।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরণ করেন।
তিনি আরো জানান, ঘাতক বাসটি ঘটনাস্থলের অদূরে মহাসড়কের পাশে রেখে চালক পালিয়ে গেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বাংলাধারাকে জানান, দূর্ঘটনার বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।