spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ১১ জুন ২০২৩
প্রচ্ছদকক্সবাজারটেকনাফে বজ্রপাতে কৃষক ও জেলের মৃত্যু

টেকনাফে বজ্রপাতে কৃষক ও জেলের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
spot_img

কক্সবাজারের টেকনাফে পানের বরজে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সময়ে সাগর পাড়ে পোনা ধরতে গিয়ে বজ্রাঘাতে নিহত হয়েছেন এক জেলে।

বুধবার (২৪ মে) বেলা ১১ টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া ও সাগর পাড় এলাকায় এঘটনা ঘটে বলে জানিয়েছেন বাহারছড়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।

নিহতরা হলেন—বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হাসেমপাড়া সোনা আলীর ছেলে কৃষক রহমত উল্লাহ (৪০) ও ৫ নম্বর ওয়ার্ড বাইন্না পাড়ার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন ওরফে ধইল্যা (২০)।

বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, বুধবার বেলা ১১ টার দিকে পানের বরজের ক্ষেত থেকে কাজ করে বাড়ি ফেরার পথে কৃষক রহমত উল্লাহ বজ্রাঘাতে মারা যান। অপরদিকে, ধইল্যা নামের যুবকটি সাগর পাড়ে পোনা ধরতে গিয়ে একই ভাবে বজ্রাগাতে মারা যায়। একই সময়ে বজ্রাঘাতে দুই জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানান, উপজেলার বাহারছরা ইউনিয়নে বজ্রাঘাতে দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ