spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলরাঙামাটির প্রবীণ সাংবাদিক মকছুদ আহমেদকে সংবর্ধনা

রাঙামাটির প্রবীণ সাংবাদিক মকছুদ আহমেদকে সংবর্ধনা

রাঙামাটি প্রতিনিধি
spot_img

বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড ২০২১ পদক পাওয়ায় রাঙামাটি সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ মে) সদর উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হল-এ অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান।

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দূর্গেশ্বর চাকমা, নাসরিন ইসলাম প্রমুখ।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ