পাহাড়ের বনাঞ্চল থেকে মূল্যবান বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের সময় পাচার চক্রের ২ সদস্যকে আটক করেছে রাঙামাটি কোতয়ালী থানাধীন মানিকছড়ি ফাঁড়ি পুলিশ।
বুধবার (২৪ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাসীকালে কর্তব্যরত পুলিশ সদস্যদের সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় চক্রটির ২ সদস্যকে আটক করা হয়। এসময় ব্যাগে ভর্তি বিলুপ্ত প্রজাতির সাতটি তক্ষক উদ্ধার ও বহনকারী মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আটককৃতরা হলো— খাগড়াছড়ির মাইসছড়ির ২৫০ নং লেমুছড়িস্থ পাঁচাই কার্বারী পাড়ার সাথোয়াইউ মারমার ছেলে সুইনংমং মারমা (৫০)ও ললিত কুমার চাকমার ছেলে প্রিয়ময় চাকমা (৪০)।
মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন বলেন, তক্ষকগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন জানিয়েছেন, বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।