spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৯ মে ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলরাঙামাটিতে ছুরিকাঘাতে খুন, মরদেহ উদ্ধার

রাঙামাটিতে ছুরিকাঘাতে খুন, মরদেহ উদ্ধার

spot_img

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি শহরে রাতের অন্ধকারে ছুরিকাঘাত করে প্রভাত চাকমা (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বিত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় শহরের রাঙ্গাপানির মোনঘর এলাকার সেগুন বাগান থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহটি আমরা ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। নিহত ব্যক্তির নাম প্রভাত চাকমা এবং তিনি রাঙামাটি শহরের দেবাশীষ নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা এলাকায়।

ওসি জানান, প্রাথমিকভাবে মরদেহের বাম কাঁধে ধারালো ছুরি দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করছি, প্রচুর রক্তক্ষরণের ফলে তিনি মারা গেছেন। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে।

এই ঘটনায় বিস্তারিত খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি আরিফুল আমিন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ