spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদরাজনীতিবরেণ্য রাজনীতিবিদ জাফর আহমদের স্মরণসভা অনুষ্ঠিত

বরেণ্য রাজনীতিবিদ জাফর আহমদের স্মরণসভা অনুষ্ঠিত

spot_img

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি, পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদ্যপ্রয়াত সভাপতি জাফর আহমদ’র স্মরণে ২৪ মে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি আবু তৈয়ব মোহাম্মদ মঈনউদ্দিনের সভাপতিত্বে ও কাঞ্চন কান্তি মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলম, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দীপক দত্ত, বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির দক্ষিণ জেলার সহসভাপতি মো.ইলিয়াছ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. আবুল হাশেম, আবদুল মান্নান, মো. আবসার, সাবেক সদস্য প্রবীন কুমার ঘোষ, শাহ্ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো. শফি সিদ্দিকী প্রমুখ।

আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মীর মোহম্মদ আবদুল মোন্এম, সিনিয়র শিক্ষক মেছবাহুল হক, সীমা ভট্টাচার্য্য, সৈয়দ মোহাম্মদ খালেদ প্রমুখ। উপস্থিত ছিলেন শিক্ষক শিপ্রা চৌধুরী, রফরফে নূর সিদ্দিকা, চুমকি দত্ত, যাহিদুল ইসলাম প্রমুখ।

এতে বক্তারা বলেন, বিশিষ্ট রাজনীতিবিদ জাফর আহমদের মতো নির্লোভ রাজনীতিবিদ বর্তমানে বিরল। কেবল রাজনীতি নয়, সামাজিক দিকেও তাঁর ভূমিকা নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে।

স্মরণসভা শেষে বরেণ্য রাজনীতিবিদ জাফর আহমদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক এসএম বোরহান উদ্দিন। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ