কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকালে এক দম্পতিকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। বুধবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহার হাঙ্গর রাজঘাটা এস.আই পার্ক কনভেনশন সেন্টার এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার সদরের কুরুশকুলের পালপাড়া এলাকার মৃত উপেন্দ্র পালের ছেলে বাবুল পাল (৩৮) ও তাঁর স্ত্রী মন্দিরা পাল (২৭)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের হাঙ্গর রাজঘাটা এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় পাশাপাশি আসনে বসা এক দম্পতির আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁদের তল্লাশি করা হয়। পরে তাঁদের কাছ থেকে তিন হাজার ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।