spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামপরিকল্পিত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে— বোয়ালখালীতে নোমান

পরিকল্পিত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে— বোয়ালখালীতে নোমান

spot_img

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, বোয়ালখালীর প্রধান সমস্যাগুলো নিরসনে কাজ করবো। এতে পরিকল্পিত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বোয়ালখালীর যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানির সংকট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, খেলার শেষ মূহুর্তে যেমন অতিরিক্ত খেলোয়াড়দের মাঠে নামানো হয়, ঠিক তেমনি আমি এখন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছি। স্বল্প সময়ের মধ্যে নিজের সর্বশক্তি উজাড় করে গোল করার চেষ্টা করবো। এতে সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী।

বোয়ালখালী উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম,সাংবাদিক আবুল ফজল বাবুল, এমএ মান্নান, সেকান্দর আলম বাবর, কাজী আয়েশা ফারজানা, সিরাজুল ইসলাম ও কাজী শাহী এমরান কাদেরী প্রমুখ।

সভা শেষে নবনির্বাচিত সাংসদ নোমান আল মাহমুদকে ফুলেল শুভেচছা জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ