spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদবিনোদননতুন সিনেমায় নুসরাত ফারিয়া

নতুন সিনেমায় নুসরাত ফারিয়া

spot_img

বিনোদন ডেস্ক : দুই বাংলার সিনেমার নিয়মিত মুখ নুসরাত ফারিয়া। ঢাকা, কলকাতায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন এই অভিনত্রী। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ মে) পশ্চিমবঙ্গে মুক্তি পেল ফারিয়ার নতুন সিনেমা ‘আবার বিবাহ অভিযান’।

বর্তমানে ফারিয়া অবস্থান করছেন কলকাতায়। একদিকে সিনেমা মুক্তি, অন্যদিকে সেখানকার আরো একটি সিনেমায় যুক্ত হলেন তিনি। বুধবার (২৪ মে) আনুষ্ঠানিক মহরত হলেও সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি।

জানা গেছে, এটি নির্মাণ করছেন বাবা যাদব। যিনি কোরিওগ্রাফার হিসেবে পরিচিত। ফারিয়ার গাওয়া গানগুলোর মিউজিক ভিডিও বানিয়েছেন যাদব।

সামাজিকমাধ্যমে মহরতের বেশ কিছু ছবি শেয়ার করেন ফারিয়া। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘এটা আমার পরবর্তী কাজ’।

এ বিষয়ে আরো জানা গেছে, সিনেমাটিতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে নতুন নায়ক সোমরাজ মাইতিকে। যিনি টিভি সিরিয়ালে জনপ্রিয় ছিলেন। তবে এখন সিনেমায় থিতু হওয়ার চেষ্টায় রয়েছেন।

এদিকে, সদ্য মুক্তি পাওয়া ‘আবার বিবাহ অভিযান’ হলো ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’র দ্বিতীয় কিস্তি। এটি নির্মাণ করেছেন সৌমিক হালদার। এতে নুসরাত ফারিয়া ছাড়াও আছেন অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, সৌরভ দাস প্রমুখ।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ