গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনা চলছে। ৪৮০টি কেন্দ্রের মধ্যে ৪৫০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। এসব কেন্দ্রের ভোটের ফলাফলে সব প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।
ভোট গণনায় দেখা যায়, ৪৫০টি কেন্দ্রের ফলাফলে টেবিলঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন পেয়েছেন ২,০৫,৪১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ১,৮৫,৩৭৯ ভোট।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৫০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে।
এবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটযুদ্ধে অংশ নেন ৩৩৩ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী রয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার আছে ১৮ জন।