রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারেআগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাজারের মাঝামাঝি একটি দোকান থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে।
আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ স্থানীয় জনসাধারণ পৌনে এক ঘণ্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আটটি দোকান। এতে করে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাজার কমিটি নেতৃবৃন্দ।
লংগদু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সেলিম বলেন, আগুনের খবর পেয়ে সাথে সাথে আমরা ফায়ার ফাইটারদের নিয়ে কাজ শুরু করি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।