spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদকক্সবাজারনারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার, ৫ পাচারকারী গ্রেফতার

মানব পাচারকারির আস্তানায় পুলিশের হানা

নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার, ৫ পাচারকারী গ্রেফতার

spot_img

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মধ্যরাতে মানব পাচারকারির আস্তানায় পুলিশ হানা দিয়ে নারীসহ ৫ পাচারকারিকে গ্রেফতার করেছে। এসময় অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে জড়ো করা ৬ জন পুরুষ, ৬জন নারী ও ৭জন শিশুসহ ১৯ মিয়ানমারের নাগরিককে (রোহিঙ্গা) উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ মে) দিনগত রাত ১১টার দিকে টেকনাফের নাইট্যংপাড়া আমিন শরিফের বাড়িতে অভিযান চালিয়ে পাচারকারী গ্রেফতার ও রোহিঙ্গাদেরকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম।

গ্রেফতাররা হলো— টেকনাফ সদর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বরইতলী গ্রামের মো. শাহ আলমের ছেলে দ্বীন ইসলাম (৩০), একই গ্রামের আলী জোহারের ছেলে মো. ইউনুছ(২৪) ও টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইট্রংপাড়ার আমিন শরীফের স্ত্রী হাজেরা বেগম (৫০), একই গ্রামের মো. হাশেমের ছেলে জামাল (৩৮) এবং সেলিমের ছেলে জাহিদ (৩০)।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদে খবর আসে-টেকনাফ নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়িতে সাগরপথে মালেশিয়া পাচারের উদ্দেশ্য বেশ কিছু রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে। এ খবরে শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৯ জনকে উদ্ধার করা হয়। এসময় মানবপাচারের জড়িত ৫ জন দালালকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরো জানান, দীর্ঘদিন ধরে এই চক্র মিয়ানমারের নাগরিক ও স্থানীয় লোকজনকে বিভিন্ন প্রলোভনে ফেলে এবং কৌশলে এনে নিজ বসত ঘর সহ পাহাড়ি এলাকায় জড়ো রেখে সাগর পথে পাচার করে আসছিল।এবং গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ