spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীদেড় কোটি টাকা মূল্যের হাতির দাঁত ও হরিণের চামড়া উদ্ধার

পাচারকারী গ্রেফতার

দেড় কোটি টাকা মূল্যের হাতির দাঁত ও হরিণের চামড়া উদ্ধার

spot_img

বাংলাধারা প্রতিবেদক : নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের ১৪ কেজি বন্যহাতির দাঁত ও হরিণের চামড়াসহ এক পাচারকারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় নগরীর শুলকবহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আব্দুল মালেক (৬৮) মৌলভীবাজার এলাকার কমলগঞ্জ থানার দীতেশ্বর এলাকার মৃত হাজী আব্দুল আলীর ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, শুলকবহর এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় হাতির দাঁত ও হরিণের চামড়া বিক্রি করছে- এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। এতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল মালেক নামে এক পাচারকারিকে আটক করা হয়। এসময় ওই রুমের খাটের নিচ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে চারটি হাতির দাঁত, ছোট-বড় ও মাঝারি আকারের ২০টি হাতির দাঁতের খ-াংশ (মোট ১৪ কেজি) এবং একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাচারকারী জানায়, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে পারমিট ব্যতীত বন্যপ্রাণী (হাতির দাঁত ও হরিণের চামড়া) বিভিন্ন অংশ বিশেষ সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা নেওযার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ