spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামবীমা কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ যুবক গ্রেফতার

আনোয়ারা

বীমা কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ যুবক গ্রেফতার

spot_img

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় এক বীমা কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বারশত ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপজেলার বারশত ইউনিয়নের মোহাম্মদ নঈম (২০), ফরহাদ আলী (২১), মোহাম্মদ রাজু (২৫), মো. আরিফসহ (২৫) অজ্ঞাতনামা আরও ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

এ মামলায় শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার বারশত ইউনিয়নের গুন্দীপ পাড়া থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার এই নারী (৩৫) প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করেন। গত ২৪ মে (বুধবার) নিজ বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থেকে রাত ১০টা ৪০ মিনিটের দিকে আনোয়ারা উপজেলার বারশত এলাকায় পৌঁছায়। এসময় মাজারে যাওয়ার জন্য ভুক্তভোগী একটি সিএনজি অটোরিকশায় উঠলে সিএনজি চালক কৌশলে ফোন করে অন্য অভিযুক্তদের ডেকে এনে তাকে গুনদ্বীপ পাড়া হাজী আমির আলী বাড়ির জামে মসজিদের পূর্ব পার্শ্বে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে পরদিন ভোর ৫টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে সকালে অজ্ঞাত এক জায়গায় তাকে নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান জানান, বীমা কর্মী ধর্ষণের ঘটনায় আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ