চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুবৃত্তের ছুরিকাঘাতে মো. আজাদ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। রোববার (২৮ মে) ভোরে নগরীর নতুন বাজার বিশ্বরোড় এলাকায় আজাদ নাস্তা আনার জন্য গেলে এ ঘটনা ঘটে।
নিহত মো. আজাদ নগরীর পাহাড়তলী থানার নয়াবাজার বিশ্বরোড এলাকার একটি জায়গার কেয়ারটেকারের ভাই।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, একটি জায়গায় প্রস্রাব করাকে কেন্দ্র করে স্থানীয় কয়েজনের সাথে আজাদ ও তার ভাইয়ের বাক-বিতণ্ডা হয়। আজ ভোরে আজাদ নাস্তা আনতে বাসার বাইরে এলে তাকে একা পেয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় সে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে ৬ থেকে ৭ জন অংশ নিয়েছিলো। ঘটনার সাথে জড়িতদের নাম শনাক্ত করা হয়েছে। পাহাড়তলী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।