spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চল'বঙ্গবন্ধু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেছেন'

‘বঙ্গবন্ধু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেছেন’

বান্দরবান প্রতিনিধি
spot_img

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের ন্যায্য অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেন। কর্মের স্বীকৃতি হিসেবে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদান করে এবং এটি ছিলো বাংলাদেশের জন্যে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি।’

রবিবার (২৮মে) বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

দিনটি উপলক্ষে ব্লাড গ্রুপিং সেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।

সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি এর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমীসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ