চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পড়ুয়া একাধিক শিক্ষার্থীকে ইভটিজিং করার দায়ে কাজল শেখ (২৫) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৮ মে) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত কাজল শেখ নড়াইল জেলার নোয়াপাড়া গ্রামের মো: মিজানুর রহমানের ছেলে। তারা দীর্ঘদিন কর্ণফুলী উপজেলার শিকলবাহার বাইট্টে গুষ্টি এলাকায় বসবাস করতেন।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে যুবকটি শিকলবাহা প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীদেরকে অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করতো। এবিষয়ে আমরা জানতে পেরে রোববার সকাল সাড়ে আটটার ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজল শেখকে ১৫ দিনের জেল দিই।
তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত কাজল শেখকে থানা হেফাজতে পাঠানো হয়েছে।