spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
প্রচ্ছদবিনোদনভাগ্য সাকিবকে দু-হাত ভরে দিয়েছে: মিতু

ভাগ্য সাকিবকে দু-হাত ভরে দিয়েছে: মিতু

বিনোদন ডেস্ক
spot_img

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের চলচ্চিত্রে পথচলার দুই যুগ পূর্ণ হয়েছে গতকাল। এদিন ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান এই সুপারস্টার। এরপর চলতি বছরে সবশেষ মুক্তি পেয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা।

শাকিবের ক্যারিয়ারের বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেত্রী জাহারা মিতু। শাকিবের সঙ্গে এক সিনেমায় তার নায়িকা হিসেবেও কাজ করেছেন তিনি।

এই নায়কের ক্যারিয়ারের দুই যুগ পূর্তি উপলক্ষ্যে শাকিবকে উদ্দেশ্য করে মিতু লিখেছেন, ‘শূন্য থেকে শুরু করে রাজত্ব কায়েম করা সবার ভাগ্যে থাকে না। আপনি পেরেছেন, ভাগ্য আপনাকে দু-হাত ভরে সবকিছু দিয়েছে। মানুষের অগণিত ভালোবাসা আপনার পক্ষে। দীর্ঘ ২৪ বছরের পথচলায় কতো ঝড় পাড়ি দিয়েছেন তার নীরব সাক্ষী পুরো বাংলাদেশ।’

এই নায়িকা আরও লিখেছেন, ‘ভাগ্য যার সুপ্রসন্ন তাকে কেউ আটকাতে পারে না। স্বয়ং আল্লাহ যাকে দেন, তার থেকে কেউ কিছু কেড়ে নিতে পারে না। এই পথচলা হোক আরও মসৃণ, আরও সুদীর্ঘ। শাকিব খান অভিনন্দন আপনাকে।’

মিতুর সেই ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন শাকিব ভক্তরা। নায়ককে নানা রকমের অভিনন্দন বার্তায় ভাসিয়েছেন তারা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ