চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) থেকে শহরগামী শাটল ট্রেনে কাটা পড়ে এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (৩১ মে) দুপুর ২টার দিকে চৌধুরীহাট স্টেশনে ট্রেন ছেড়ে দিলে তাড়াহুড়ো করে দুই বগির সংযোগস্থলে ওঠার চেষ্টা করে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনে ওঠেন। ট্রেনটি চৌধুরীহাট স্টেশনে থামলে তিনি নেমে গিয়ে দুই বগির সংযোগস্থলে ওঠার চেষ্টা করেন। এ অবস্থায় ট্রেন ছেড়ে দিলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এসময় ট্রেনে কাটা পড়ে তার বাম হাতের অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়।
যুবকটিকে আহত অবস্থায় স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধার করে ফতেয়াবাদ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।