spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীমারা গেলেন চবির শাটলে হাত বিচ্ছিন্ন যুবক

মারা গেলেন চবির শাটলে হাত বিচ্ছিন্ন যুবক

বাংলাধারা প্রতিবেদক
spot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে হাত বিচ্ছিন্ন হওয়া ইয়াছিন (৩০) নামের যুবক মারা গেছেন। বুধবার (৩১ মে) দুপুর ২টার দিকে চৌধুরীহাট স্টেশনে দুর্ঘটনার ট্রেন ছেড়ে দিলে তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে যুবকটি এ দুর্ঘটনার স্বীকার হয়।

নিহত ইয়াছিন হাটহাজারী থানার ফতেহপুর ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়িকা আবাসিক এলাকার ডা. আনোয়ার ভবনের বাসিন্দা।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি বিষয়টি নিশ্চিত করে বলেন, চবির শাটলে কাটা পড়ে হাত বিচ্ছিন্ন হওয়া যুবক ইয়াছিনকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াছিন বিশ্ববিদ্যালয় স্টেশন থেকেই ট্রেনে ওঠেন। ট্রেন চৌধুরীহাট স্টেশনে থামলে তিনি নেমে যান। এরপরে তিনি বগিতে না উঠে দুই বগির সংযোগস্থলের যে জায়গা ওখানে ওঠার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে দেয়। ট্রেন ছেড়ে দেয়ার ফলে তিনি ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যান। এসময় ট্রেনে কাটা পড়ে তার বাম হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ