ফের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউডের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। বুধবার সিনেমাটি আমদানির অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সিনেমাটির আমদানিকারক মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স।
আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমা ভারতে রফতানি করা হবে।
গেল রোজার ঈদে মুক্তি পাওয় সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি। যদিও বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি ছবিটি। এতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ দাগ্গুবতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। ক্যামিও চরিত্রে আছেন দক্ষিণি তারকা রামচরণকে ।
এর আগে গত মাসে দেশের সিনেমা হলে মুক্তি পায় শাহরুখ-দীপিকা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’। মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটি দেখতে দর্শকের উপস্থিতি ছিল ভালো।