spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলবান্দরবানে সড়কের পাশে থরে থরে ফুটেছে কৃষ্ণচূড়া

বান্দরবানে সড়কের পাশে থরে থরে ফুটেছে কৃষ্ণচূড়া

আকাশ মারমা মংসিং, বান্দরবান
spot_img

কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে-আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে’—কবি কাজী নজরুল ইসলামের এই মনোমুগ্ধকর গান আমাদের স্মরণ করিয়ে দেয় কৃষ্ণচূড়ার তাৎপর্য। তার মোহনীয় সৌন্দর্য্য নিয়ে আবারো হাজির হয়েছে প্রকৃতিতে। চোখ ধাঁধানো সৌন্দর্য্য যেন হার মানায় ঋতুরাজকেও।

সারাদেশের মতো প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবানে দেখা মিলছে রক্তরঙা কৃষ্ণচূড়ার ফুলের। প্রকৃতিতে এখন কৃষ্ণচূড়ার বর্ণিল হাওয়া দোলা দিচ্ছে। সুবাতাস ছুঁয়ে যাচ্ছে ফুল ও প্রকৃতিপ্রেমি মানুষের হৃদয়। পাখির ডানায়, হাওয়ায়-হাওয়ায় উড়ছে তার লাবণ্য। এ যেন রোদ্দুরকে সহনীয় করতে কৃষ্ণচূড়ার বর্ণিল রূপে সেজে উঠেছে প্রকৃতি। দেখলেই মনে হয় কৃষ্ণচূড়ার রঙের আগুন জ্বলছে শাখায় শাখায়। গাছে গাছে রক্তিম আভা নিয়ে জেগে থাকা কৃষ্ণচূড়া দৃষ্টি কাড়ছে সেইসব ফুলপ্রেমি মানুষদের, যারা শত ব্যস্ততার মাঝেও ফুলের জন্য অপেক্ষা করেন। আর কৃষ্ণচূড়ার সৌন্দর্য উপভোগ করতে প্রহর গোনেন।

সরেজমিনে দেখা গেছে, বান্দরবান- কেরানীহাট সড়কে দু পাশ জুড়ে কোথাও না কোথাও দেখা মিলছে কৃষ্ণচূড়ার। পার্বত্য জেলা পরিষদ, মেঘলা পর্যটন কেন্দ্র, নিলাচল সড়ক, হলুদিয়া ছাড়াও চিম্বুক সড়কেও দেখা মিলছে কৃষ্ণচূড়া ফুলের। সড়কের দু-পাশ জুড়ে ফুলটি সগর্বে জেগে রয়েছে। ঘুরতে আসা স্থানীয় পর্যটকরাও সৌন্দর্য দেখে ছবি তুলছেন। তাই ফুল উৎসবের ঋতু বলা যায় গ্রীষ্মকালকেই। এ মৌসুমে কৃষ্ণচূড়ার লাল রঙের যে উম্মাদনা, তা এতই আবেদনময়ী যে চোখ ফেরানো অসম্ভব।

জানা গেছে, রঙে, রূপে, উজ্জ্বলতা ও কমনীয়তায় কোনো কিছুই যেন কৃষ্ণচূড়ার সমকক্ষ নয়। কৃষ্ণচূড়ার সৌন্দর্যে একবারের জন্য হলেও দৃষ্টি আটকে যায় না কিংবা থমকে দাঁড়ায় না- কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম “ডেলোনিখ রেজিয়া”। এটি ফাবাসিয়ি পরিবারের অন্তর্গত একটি বৃক্ষ যার গুলমোহর নামেও পরিচিতি রয়েছে।

বসন্তের শেষ দিকে সাধারণত কৃষ্ণচূড়ার পাতা ঝরে পড়তে শুরু করে। ধীরে ধীরে পত্রহীন বাকানো ডালগুলোতে দেখা যায় কলির আভাস। অন্যান্য ফুল গাছে যখন নতুন পাতা আসে কিন্তু ফুল আসে না, ঠিক তখনই কৃষ্ণচূড়ার সব পাতা ঝরে গিয়ে ফুলের কলি দেখা দেয়। আর গ্রীষ্মের শুরুতেই দেখা যায় লালের আভাস। তারপর লালে লালে উজ্জ্বল হয়ে প্রতৃতিতে যেন আগুন লাগিয়ে দেয় কৃষ্ণচুড়া।

ফুলপ্রেমী ও প্রকৃতিপ্রেমি মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা ফুলপ্রেমি মানুষ, তাদের কাছে কৃষ্ণচূড়া একটি জনপ্রিয় ফুল। তাছাড়া সড়কের দুপাশ জুড়ে এই ফুলের সৌন্দর্য দেখতে পেয়ে আনন্দে যেন মাতোয়ারা। নানা বৈশিষ্ট্যে দৃষ্টিনন্দন এ ফুলের কদর রয়েছে সব মহলেই। বিশেষ করে বাংলা কাব্য, সাহিত্য, সংগীত ও বিভিন্ন উপমায় কৃষ্ণচূড়া ফুলের কথা ব্যাপকভাবে উঠে এসেছে। ফুলটির রং এত তীব্র যে অনেক দূর থেকেই চোখে পড়ে। হঠাৎ দূর থেকে দেখলে মনে হবে, কৃষ্ণচুড়া গাছে যেন রঙের আগুন লেগেছে।

ঘুরতে আসা পর্যটক রাকিবসহ বেশ কয়েকজন জানান, যখন কৃষ্ণচূড়া ফোটে তখন গাছে গাছে লাল-সবুজ রঙে যেন ভরে উঠে। আর এ সময়টা খুবই ভালো লাগে। সেটা এক অন্যরকম ভালবাসা। সড়কের দুপাশ জুড়ে যে ফুলে সৌন্দর্যের প্লাবিত তা দেখে খুবই মুগ্ধ।

চান্দের গাড়ি চালক সাদ্দাম হোসেন বলেন, বান্দরবাম শহর থেকে শুরু করে সড়কের পাশে কৃষ্ণচূড়া ফুল। আর এইটা দেখে পর্যটক নেমে ছবি তুলছেন। আর দেখতে বেশ মুগ্ধকর। সড়কের পাশে আরো কৃষ্ণচূড়া ফুলের গাছ লাগিয়ে দিলে আরো সৌন্দর্য ফুটে উঠবে।

বান্দরবান বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, সড়কের পাশে উন্নয়নমূলক কাজ করাতে কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব গাছগুলোকে তুলে আবার সড়ক জুড়ে গাছ লাগানো হবে। বন বিভাগ গাছের চারা রোপন কর্মসূচি হাতে নিয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ