ক্যান্সার আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বাংলাধারার রাঙ্গুনিয়া প্রতিনিধি আশিক এলাহীর ছোটভাই মো. শাহেদ এলাহীর (২২)।
বৃহস্পতিবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে চমেকের ১৬ নাম্বার ওয়ার্ডের ৪০ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহেদ এলাহী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ৯ নম্বর ওয়ার্ড হাজীপাড়া গ্রামের মোহাম্মদ নরুল আজমের ছেলে। সে সাংবাদিক আশিক এলাহীর ছোট ভাই।
নিহত শাহেদ এলাহীর বড় ভাই আশিক এলাহী বলেন, দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো আমার ছোটভাই। হঠাৎ তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১মে) রাত ৯ টায় নিজ এলাকা হাজীপাড়া গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।