spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চলখাগড়াছড়িতে ভারতীয় ৬ গরুসহ তিন পাচারকারী ধরা

খাগড়াছড়িতে ভারতীয় ৬ গরুসহ তিন পাচারকারী ধরা

spot_img

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরুসহ ৩ জনকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। ভাইবোনছড়া এলাকা থেকে খাগড়াছড়ির পথে নিয়ে আসার সময় তাদের আটক করা হয়।

শুক্রবার (২ জুন) রাত সাড়ে ১১টায় গরুসহ তাদের আটক করা হয়। আটকরা হচ্ছে— মো. রিপন (৪০), মো. ইয়াছিন (১৮), মো. নাছির (২৩) ও মো. রুবেল। তার মধ্যে ৩ জন আটক আছে। সকলে খাগড়াছড়ি জেলা সদরের বাসিন্দা বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‌‘শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে লোগাং সিমান্ত দিয়ে আনার পথে ৬টি ভারতীয় জাতের বলদ গরু জব্দ করা হয় এবং ৩ পাচারকারীকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, বিশেষ ক্ষমতা আইনে ৪ জনের বিরুদ্ধ মামলা করা হয়েছে। তাদের মধ্যে তিনজন আটক আছে আর একজন পলাতক রয়েছে। আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ