বাংলাধারা প্রতিবেদন »
নগরীতে পৃথক অভিযানে অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
বৃহস্পতিবার ( ৩০মে ) বিকাল ৫টায় ও শনিবার ( ১লা জুন) ভোরে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো নোয়াখালী জেলার আবুল কাশেমের ছেলে মোঃ হোসেন (১৯), কক্সবাজার জেলার মোঃ আজিমের ছেলে মোঃ আবুল বশর(২৩) ও চট্টগ্রাম জেলার ইদ্রিছ মিয়ার ছেলে মোহাম্মদ রিটন (২৬)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) অফিসের গেইট সংলগ্ন পূবালী ব্যাংকের এটিএম বুথের এর সামনে থেকে ও কেসিদে রোডস্থ সিনেমা প্যালেস মোড়স্থ সাইফুলের ফুটপাতের চায়ের দোকান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি ছোড়াসহ ১টি চাপাতি উদ্ধার করা হয়।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি