spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকরাস আল খায়মা সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি গঠিত

রাস আল খায়মা সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি গঠিত

ইউএই প্রতিনিধি
spot_img

‘দীর্ঘদিনের চড়াই-উৎরাই পেরিয়ে আবারো একটি প্লাটফর্মে দাঁড়িয়েছি। ১৯৮০ সালের ঐতিহ্যকে পুনরুদ্ধার করে নতুন আঙ্গিকে কর্মকাণ্ড শুরু করেছি’— এমনটি মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের দ্বিতীয় বারের নির্বাচিত সভাপতি আবুল ফজল।

বুধবার (৩১ মে) বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে রাস আল খাইমার গ্রান্ড হোটেলের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৫ সদস্য বিশিষ্ট মনোনয়ন কমিটি (তৌহিদুল আলম, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মাঈন উদ্দিন মল্লিক ও জসিম উদ্দিন তালুকদার) কর্তৃক ২০২৩-২০২৫ এর জন্য ড. আবুল ফজলকে পুনরায় সভাপতি ও সুবোধ কান্তি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

মনোনয়ন কমিটির সদস্য তৌহিদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবোধ কান্তি চৌধুরীর ও জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি এম এ মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক মমোহাম্মদ জাফর চৌধুরী , সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সিনিয়র সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বেলাল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জয়নুল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন, ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস। কার্যনির্বাহী সদস্য তাজউদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন সি আই পি ও মোহাম্মদ ইব্রাহিম আফলাতুন সি আই পি।

নবগঠিত কমিটিকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন রাস আল খায়মা প্রবাসী বাংলাদেশিরা। তারা আশা করেন এই কমিটি রাস আল খায়মা প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকবে এবং তাদের সকল সমস্যা সমাধানে অগ্রণী ভুমিকা পালন করবে।

এসময় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ ও সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ