spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচবি ছাত্রলীগ নেতা আলমগীর টিপুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চবি ছাত্রলীগ নেতা আলমগীর টিপুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু ও তার বাহিনীর বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ( ১ জুন) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে
সংবাদ সম্মেলন করেছেন মোঃ সাইফুদ্দিন নামে এক কাতার প্রবাসী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ও আমার দুই ভাই প্রবাসে দীর্ঘদিন ধরে থেকে বায়েজিদ বোস্তামী থানাধীন পাঁচলাইশ মৌজার নয়াহাট বাজার সংলগ্ন ৫ শতক জমি কিনেছি। ২০০৬ সালে জমি কেনার পর তার উপর সেমিপাকা আটটি দোকান তৈরি করে এতদিন ভোগ – দখলে ছিলাম। বর্তমানে জায়গার মূল্য বৃদ্ধি পাওয়ায় দিয়াজ হত্যা মামলার আসামী আলমগীর টিপু ও তার বাহিনীর নজর পড়ে আমার জায়গার উপর।

তিনি অভিযোগ করেন, আমার জায়গা অবৈধভাবে আত্মসাৎ করার কু-মানসে আমারই একজন ভাড়াটিয়া যে বায়েজিদ থানার জামাত শিবিরের ক্যাডার মোঃ নাছিরের নামে একটি ফেরবী দানপত্র দলিল তৈরি করে আমাকে এবং আমার ভাইদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। এতে সহযোগিতা করছে আলমগীর টিপু ও তার বাহীনি।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে অবৈধভাবে আমার জায়গার উপর থাকা প্রত্যেকটি দোকানে জোরপূর্বক তালা লাগিয়ে দিয়েছে । এছাড়া এই বিষয়ে কেয়ারটেকার আমার ফুফাতো ভাই মোঃ কফিল উদ্দিন প্রতিবাদ করায় আলমগীর টিপুর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তাকে ছুরি দিয়ে আঘাত করে। এছাড়াও আলমগীর টিপু ও তার দল অনবরত আমাদের বিরুদ্ধে একটার পর একটা জাল ও মিথ্যা মামলা দায়ের করছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ