spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদখেলাধূলাইন্টার মিয়ামির নতুন প্রস্তাব পেলেন মেসি

ইন্টার মিয়ামির নতুন প্রস্তাব পেলেন মেসি

নিজস্ব প্রতিবেদক
spot_img

অনেকদিন ধরেই লিওনেল মেসির পিএসজি ছাড়া ও দলবদল নিয়ে নানামুখী আলোচনা চলে আসছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকান মেজর সকার ক্লাব ইন্টার মিয়ামির পক্ষ থেকে দীর্ঘমেয়াদী একটি চুক্তির প্রস্তাব পেয়েছেন মেসি। প্রতিবেদনে ‌‘যুক্তিসঙ্গত’ (রিজনেবল) আর্থিক একটা অঙ্কের কথা বলা হলেও, তারা সঠিক পরিমাণ উল্লেখ করেনি। তবে সেটি যে মেসিকে আল-হিলালের দেওয়া বছরপ্রতি ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবের ধারেকাছেও নেই, তা স্মরণ করিয়ে দিয়েছে তারা।

মেসি মিয়ামির ক্লাবটিতে গেলে, তিনিই হবেন আমেরিকান লিগের সবচেয়ে দামি খেলোয়াড়। যেখানে মাত্র তিনজন ফুটবলারকে মিলিয়ন ডলার বার্ষিক বেতন দেওয়ার অনুমতি রয়েছে। মেসি সেই নীতিকেও ছাড়িয়ে যাবেন বলে সংবাদমাধ্যমগুলোর দাবি। ফলে আগে থেকেই নানারকম প্রস্তাব নিয়ে হাজির হওয়া ক্লাবটি নতুন করে মেসিকে পেতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে।

তবে সম্প্রতি বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলছিলেন, ‘আমার দিক থেকে আমি শতভাগ নিশ্চিত যে সে (মেসি) আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। সে অবগত আছে যে আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। এ ব্যাপারে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। এবার তার সিদ্ধান্ত নেওয়ার পালা। আমাদের এখানে তাকে যুক্ত করতে প্রস্তুত আছি।’

এদিকে, আল-হিলালের দেওয়া প্রস্তাবের দিকে তাকালে ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোর প্রতিবেদনটি নজরে আসে। যেখানে বলা হয়েছে, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব। বাংলাদেশি মুদ্রায় যা ১৩৭৮০ কোটি টাকা। সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো যত বেতন পান, মেসিকে দেওয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ