spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকআবারও বিশ্বের শীর্ষ ধনী হলেন ইলন মাস্ক

আবারও বিশ্বের শীর্ষ ধনী হলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
spot_img

আবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তকমা ছিনিয়ে নিলেন ইলন মাস্ক। বার্নার্ড আর্নল্টকে টপকে ফের বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন টেসলার মালিক। ব্লুমবার্গের রিপোর্ট থেকে এমনই জানা গিয়েছে।

কে হচ্ছে বিশ্বের সেরা ধনী ব্যক্তি তা নির্ধারণ নিয়ে চলতি বছরের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল আর্নল্ট ও ইলনের মধ্যে। সম্প্রতি টেসলার শেয়ারের পতন হওয়ায় ধনীতম ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছিলেন ইলন। প্রথম স্থানে ছিলেন লাক্সারি টাইকুন বার্নার্ড আর্নল্ট। তবে আবারও পট পরিবর্তন হয়। আর তার জেরে শেয়ারের মূল্যের নিরিখে ফের এক নম্বরে চলে আসেন ইলন।

প্রতি মাসেই বিশ্বের প্রথম ৫০০ জন ধনীতম ব্যক্তির তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ। সেখানেই প্রথম স্থান দখলের জন্য লড়াই চলছিল এলন মাস্ক ও আর্নল্টের। গত ডিসেম্বরে আর্নল্ট প্রথমবার টেসলা কর্তাকে টপকে গিয়েছিলেন। তবে এপ্রিল থেকেই আবার আর্নল্টের এলভিএমএইচয়ের শেয়ারে পতন ঘটতে শুরু করে। এখনও পর্যন্ত ১০ শতাংশ শেয়ারের পতন হয়েছে। শেয়ার বাজারে এই অনিশ্চয়তার কারণেই একদিনেই ১১ বিলিয়ন বা ১১০০ কোটি ডলার খুইয়েছে লাক্সারি ব্রান্ড লুই ভিটন, ফেন্ডি ও হেনেসি।

টুইটার কেনার পর থেকেই নানা ঝামেলার মধ্য দিয়ে গেছেন ইলন। গত বছর থেকেই ইলনের অন্য সংস্থা টেসলার শেয়ারে পতন শুরু হয়। তবে চলতি বছরে ফের টেসলার শেয়ারের দর প্রায় ৬৬ শতাংশ বৃদ্ধি পায়। এর জেরে ইলনের সম্পত্তি ৫ হার ৫৩০ কোটি ডলার বৃদ্ধি পায়। এই মুহূর্তে ইলনের সম্পত্তির পরিমাণ ১৯ হাজার ২৩০ কোটি ডলার! দ্বিতীয় স্থানে থাকা আর্নল্টের সম্পত্তি পরিমাণ ৮ হাজার ৬৬০ কোটি ডলার!

আরও পড়ুন

spot_img

সর্বশেষ