spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদবিনোদনমুক্তির আগেই ‘আদিপুরুষ’ ব্যবসা করে নিলো ৪৩২ কোটি

মুক্তির আগেই ‘আদিপুরুষ’ ব্যবসা করে নিলো ৪৩২ কোটি

নিজস্ব প্রতিবেদক
spot_img

মুক্তির আগেই ৪৩২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘আদিপুরুষ’ সিনেমাটি। ছবিটি থিয়েটারে মুক্তি পাওয়ার আগেই স্যাটেলাইট স্বত্ব, গানের স্বত্ব, ডিজিটাল স্বত্ব বিক্রি করেই ২৪৭ কোটি টাকা তুলে ফেলেছেন নির্মাতারা। এছাড়া দক্ষিণের প্রেক্ষাগৃহগুলো থেকে ১৮৫ কোটি টাকার আগাম নিশ্চয়তা পেয়ে গিয়েছেন নির্মাতা।

ভারতীয় বক্স অফিসের হিসাব বলছে, মুক্তির প্রথম তিনদিনের মধ্যে শুধু ছবির হিন্দি সংস্করণের ঝুলিতেই আসবে ১০০ কোটি। সুতরাং এই ছবি যে সাফল্যের মুখ দেখবে, এমনটাই মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।

যদিও ‘আদিপুরুষ’ ছবিটিকে ঘিরে শুরু থেকেই ছিলো নানা বিতর্ক। সাইফ আলি খানের লুক নিয়েও ওঠেছিল ব্যাপক নিন্দার ঝড়। ছবিতে ব্যবহৃত অ্যানিমেশন নিয়েও হাসির রসদ জুগিয়েছিল অনেককেই। কিন্তু এত প্রতিবন্ধকতার পরও ৫০০ কোটি টাকার বাজেটে ওম রাউতের বানানো ছবিটি মুক্তির আগেই ব্যবসা করে নিয়েছে ৪৩২ কোটি টাকা।

‘আদিপুরুষ’ ছবিইটতে রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সাইফ আলি খানকে। ভারতীয় মহাকাব্য রামায়ণের উপর নির্মিত এই ছবি মুক্তি পাবে ১৬ জুন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ