spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামসেলিনার সুদিন ফিরেছে—কথা রেখেছেন আ জ ম নাছির

সেলিনার সুদিন ফিরেছে—কথা রেখেছেন আ জ ম নাছির

বাংলাধারা প্রতিবেদক
spot_img

চার মেয়েকে নিয়ে গৃহহীন, অসহায়-মানবেতর জীবনযাপন করছিলেন সেলিনা আক্তার। ২০২২ সালে সেলিনা গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেও দুঃখ-দুর্দশার অন্ত ছিলোনা সেলিনার। জেলা পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চট্টগ্রাম প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তার দুঃখ-দুর্দশা ও জীবন সংগ্রামের কথা যখন বলছিলেন তখন সেলিনার পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।

সেদিন সেলিনার দুঃখ-দুর্দশার কথা শুনে তার পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছিলেন আ জ ম নাছির উদ্দিন। সেলিনার চার মেয়ের লেখাপড়ার খরচ সরবরাহ ও আজীবন পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন নাছির। প্রতিশ্রুতিমতো গত রমজানে সেলিনার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন মহানগর আওয়ামীলীগের এ নেতা। ২০২২ সাল থেকেই সেলিনার চার মেয়ের লেখাপড়ার যাবতীয় খরচও চালিয়ে আসছেন তিনি।

আজীবন সেলিনার পরিবারের পাশে থাকার সে প্রতিশ্রুতির ধারাবাহিকতায় শনিবার সকালে হাটহাজারী উপজেলার সরকার হাট গুমানমর্দ্দন গ্রামে সেলিনার পাওয়া প্রধানমন্ত্রীর উপহারের সেই আবাসস্থলে যান আ জ ম নাছিরের পক্ষে একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি সেলিনার মেয়েদের মাদ্রাসার পুরো বছরের বেতন পরীক্ষার ফি ও আনুসাঙ্গিক খরচ মাদরাসার ব্যাংক একাউন্টে জমা করে দেন এবং লেখাপড়া জন্য খাতা-কলমসহ যাবতীয় শিক্ষাসামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন আ জ ম নাছির উদ্দিনের সহযোগী মোঃ আনিছুর রহমান চৌধুরী, হাটহাজারী উপজেলার ৪নং গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান।

এসময় তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ভূমি সহ এই ঘর পেয়েছেন সেলিনা ও তার চার মেয়ে। পাশাপাশি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের চার মেয়ে ও তাদের মাকে দেয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পূরণ করে চলেছেন।

চার মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেওয়া আ জ ম নাছির উদ্দীন প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলিনা আক্তার বলেন, মহানগর নেতা আ জ ম নাছির উদ্দিনের দেয়া ৫০ হাজার টাকা দিয়ে ঘরের আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র কিনেছি। বড় মেয়ে সুমি ঘরে বসে আ জ ম নাছির উদ্দিনের দেওয়া টাকায় সেলাই মেশিন কিনে সেলাইয়ের কাজ করছে।

তিনি আরও বলেন, গৃহস্থালি বাগান, পশু পাখি পালনের মাধ্যমে আমাদের এখন সুদিন ফিরে এসেছে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ