চট্টগ্রামের মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নিজামপুর সরকারী কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী পরিষদের ২য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
নিজামপুর সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী পরিষদ কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দের সভপতিত্বে ও কমিটির সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ রফিক উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় পূর্ববর্তী সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন ও সর্বসম্মতিতে তা অনুমোদন করা হয়।
সাধারণ সভায় পরিচিতি পর্ব শেষে সার্বিক অগ্রগতি বিষয়ে আলোচনা ও আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এসময় বিভিন্ন ব্যাচ তাদের ব্যাচ কমিটির নামের তালিকা জমা দেন।
যে সকল ব্যাচ এখনো ব্যাচ কমিটি জমা দেননি সে সকল ব্যাচকে আগামী ১৬ জুনের মধ্যে ব্যাচ কমিটির তালিকা জমা দেয়ার আহবান জানান কমিটির সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ রফিক উদ্দিন। এসময় তিনি সভায় অধিক সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে সম্পৃক্ত করার স্বার্থে সকলকে যার যার আঙ্গিকে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার এবং প্রাক্তন সকল শিক্ষার্থীকে ‘নিজামপুর সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ’ নামে খোলা ফেসবুক পেইজে নিজেদের যুক্ত করার জন্য অনুরোধ জানান।