‘শিকড়ের টানে চলো যাই স্কুল প্রাঙ্গনে’—স্লোগানে বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৮ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ১ম পুনর্মিলনী। আগামী ১ জুলাই (শনিবার) স্কুল প্রাঙ্গণে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্দ্যোগে অনুষ্ঠিতব্য এই আয়োজনের রেজিস্ট্রেশন সময়সীমা ১৫ জুন ২০২৩ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
৫৮ বছর পূর্তি ও ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পুনর্মিলনী উদযাপন কমিটির চেয়ারম্যান নুরুল আমিন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন বলেন, এই পুনর্মিলনী দিয়ে আমাদের স্বপ্নের যাত্রা শুরু। এই মিলনমেলার মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে উদ্দ্যোগ নিতে পারবো। একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আয়োজনটি সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত, ১৯৬৫ সালে মরহুম মাহমুদুল হক চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার ৫৭ বছর পেরিয়ে এখন ৫৮তে পা দিতে যাচ্ছে সাতকানিয়ার ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ। দীর্ঘ সময় পর ফের স্কুল ক্যাম্পাসে মিলিত হওয়ার সুযোগে পেয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।