spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদবিনোদনযেসব কারণে ভেঙে যাচ্ছে রাজ-পরীর সংসার!

যেসব কারণে ভেঙে যাচ্ছে রাজ-পরীর সংসার!

বিনোদন ডেস্ক
spot_img

সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেম, এরপর বিয়ে। বর্তমানে তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসারে ব্যাপক টানাপোড়েন চলছে। রীতিমতো বিচ্ছেদের পথেই হাঁটছেন এই দম্পতি। সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে বেশ কয়েকটি ‘আপত্তিকর’ ভিডিও ফাঁস হয়। এর জেরেই রাজ ও পরীর সম্পর্কে ফাটলের বিষয়টি প্রকাশ্যে আসে।

ভিডিও ফাঁসের পর পরী গণমাধ্যমকে জানিয়ে দেন, সংসার টিকিয়ে রাখতে নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। তারা অনেক দিন ধরেই আলাদা থাকছেন। তার ফোনও ধরে না রাজ। সে সময় ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী আরও জানান, গোপন ভিডিও ফাঁসের ঘটনায় রাজের নীরবতা মেনে নিতে পারেননি তিনি।

জানা যায়, যেদিন বাসা থেকে রাজ বেরিয়ে যান (২০ মে) সেদিন সেই বাসায় উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও তার স্ত্রী। তারা চেয়েছিলেন, তাদের (রাজ-পরী) মান অভিমান ভাঙতে। কিন্তু সেদিন তারাও ব্যর্থ হন।

পরে দুজনেই সংসার জীবনের ইতি টানার সিদ্ধান্তে এসেছেন বলে জানান রাজ-পরী। তাদের কথায়, বিভিন্ন কারণে মান অভিমানের কারণে দুজনেই মানসিকভাবে ভেঙে পরেছেন। আর এ কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দুজনেই আলাদা হয়ে শান্তিতে থাকতে চান।

সবশেষে গতকাল সোমবার দিবাগত রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে স্বামীর কাছ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চেয়েছেন পরী। বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজও পরীর সঙ্গে সংসার না করার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।

এর আগে গত রোববার একটি গণমাধ্যমের ‘লাইভ’ অনুষ্ঠানে এসে রাজ জানান, আপাতত তারা সেপারেশনে আছেন এবং তাদের আর একসঙ্গে হওয়ার কোনো সুযোগ নেই। স্ত্রীকে শ্রদ্ধা করেন জানিয়ে সবশেষে পরীর উদ্দেশে রাজ বলেন, ‘বেবি, আই লাভ ইউ। যা-ই হোক না কেন, আনন্দে থেক। আমরা আমাদের সন্তানকে ভালো রাখব।’

রাজের এমন মন্তব্যের উত্তর দিতে সোমবার রাতে গণমাধ্যমটির লাইভে এসে রাজের উদ্দেশে পরীমণি বলেন, ‘গরু মেরে জুতা দান করার কোনো দরকার নেই। কেউ রেসপেক্ট করলে সেটা তার কার্যকলাপ দেখেই বোঝা যায়, মুখ ফুটে বলতে হয় না। আমাকে পাবলিকলি অপমান করে এরপর রেসপেক্ট দেখানোর কোনো দরকার নেই। আর আমার বাচ্চাকে নিয়ে এসব ইমোশনালি কোনো কথা শুনতে চাই না। এসব ইমোশনালি কথা মানুষকে গিলিয়ে লাভ নেই। মানুষ বুঝে।’

ফাঁস হওয়া ভিডিও প্রসঙ্গে পরী বলেন, ‘এত বছর ধরে তারা বন্ধু অথচ আমি জানতাম না। এসব সামনে আসার পর জানতে পারলাম। আর রাজ যতটা তার বন্ধুদের ইমেজ নিয়ে কনসার্ন তার পরিবার নিয়ে এতটাও কনসার্ন না।’

তিনি আরও বলেন, ‘আমি এমনিতে অনেক শান্তশিষ্ট। অনেকটা সাপের মতো, লেজে পাড়া না দিলে চুপচাপ থাকি কিন্তু আমার লেজে পাড়া দিলেই আমি ফুঁস করে উঠি আর তখন কামড় দিবই।’

সবশেষে পরী বলেন, ‘আমি চাই এসবের শেষ হোক। আমি আজকে এখানে এসে এসব বলতাম না। তুমিই (রাজ) আমাকে বাধ্য করেছ। এ রকম অসুস্থ মানুষের সঙ্গে আমি আর থাকতে চাই না। আমি চাই ২৪ ঘণ্টার মধ্যে রাজ আমাকে ডিভোর্স দিক।’

চিত্রনায়ক রাজ বলেন, ‘পরী গণমাধ্যমকে আজ (সোমবার) কী বলেছে, তা আমি শুনিনি। বিষয়টা শুনে পরবর্তী সময়ে উত্তর দেব। আমরা সংসার করছি না এটা চূড়ান্ত। এরপর আর কিছু বলার নেই।’

উল্লেখ্য, সম্প্রতি শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে কয়েকটি ‘গোপন ভিডিও’ ফাঁস হয়। সেই ভিডিওগুলোতে রাজ ছাড়াও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশাকে দেখা যায়। ভিডিওতে তাদের কথোপকথন ছিল আপত্তিকর। ঘটনার পরপরই ভিডিওগুলো ফাঁসের পেছনে রাজের স্ত্রী পরীমণির হাত রয়েছে বলে ইঙ্গিত দেন সুনেরাহ।

পরে পরীও তাদের সংসারজীবনে প্রবেশের জন্য সুনেরাহকে একহাত নেন। ‘ভিডিও ফাঁস’ নিয়ে মুখ খুলেছেন শরিফুল রাজও। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেতা। সবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মডেল-অভিনেত্রী তানজিন তিশাও।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ