চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে রাজমিস্ত্রীর কন্ট্রাক্টর আবদুল্লাহ্ আল মামুন (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা। গত বুধবার (৩১ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ড খোয়াজনগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আবদুল্লাহ আল মামুনের স্ত্রী তাসলিমা আকতার বাদী হয়ে ৫ জনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করলে মামলার তিনজন আসামিকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ।
আটককৃতরা হলো, চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান পাটোয়ারী, খোয়াজনগর গ্রামের বাসিন্দা তারেক পাটোয়ারী ও হাসান আহমেদ। মামলার অপর দুই আসামি হলো একই গ্রামের হৃদয় পাটোয়ারী ও সাবেক মেম্বার জাহাঙ্গীর পাটোয়ারী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আল মামুন রাজমিস্ত্রীর ঠিকাদারি কাজ নিলে সে কাজের ওপর চাঁদা দাবি করে চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান পাটোয়ারী ও তার অনুসারীরা। আল মামুন চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে মামুনকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা।
এবিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, খোয়াজনগর গ্রামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় ভিকটিম মামুনের স্ত্রী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।