কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক তরুণীর (২০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে নয়টার দিকে ইপিজেড থানার নৌ বাহিনীর ঈশা খাঁ জেটি সংলগ্ন কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, নদীতে ভাসতে থাকা এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানি ২০ বছর হতে পারে।
তিনি আরও বলেন, মরদেহটি প্রায় অর্ধগলিত। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।