spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদপার্বত্য অঞ্চল‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে নিরাপদ খাদ্যর ব্যবস্থা করতে হবে’

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে নিরাপদ খাদ্যর ব্যবস্থা করতে হবে’

রাঙামাটি প্রতিনিধি
spot_img

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে নিরাপদ খাদ্যর ব্যবস্থা করতে হবে। এইজন্য হাট-বাজার, বাসা-বাড়ি, হোটেল-মোটেলগুলো পরিষ্কার- পরিছন্ন রাখতে হবে। সুস্থ্য জাতি গঠনে পরিষ্কার-পরিছন্নতার কোন বিকল্প নেই। সুস্থ্য জাতি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।’

রাঙামাটিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার (৮ জুন) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাঙামাটি জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মুনতাসির মামুন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক মো.কাওছারুল ইসলাম সিকদার।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ