spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদবিনোদনক্ষমা চাইলেন আদা শর্মা

ক্ষমা চাইলেন আদা শর্মা

বিনোদন ডেস্ক
spot_img

এই মুহূর্তে আলোচনায় আছেন অভিনেত্রী আদা শর্মা। ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটির কারণেই এই পরিচিত পেয়েছেন তিনি। ছবিটি বিতর্কিত হলেও হয়েছে ব্যবসাসফল। সেইসঙ্গে আদাও বেশ আলোচিত। কিন্তু এবার আদা ক্ষমা চাইলেন তার কলকাতার ভক্তদের কাছে।

নিষেধাজ্ঞা উঠলেও কলকাতার একটি সিনেমা হলেও শো পায়নি ‘দ্য় কেরালা স্টোরি’। এদিকে বক্স অফিসে দারুণ আয় করেছে এই ছবি। বিতর্ককে সঙ্গী করে আলোচনা, সমালোচনাতেও টক অফ দ্য টাউন। এতকিছু সত্ত্বেও কলকাতার বহু মানুষ দেখে উঠতে পারেননি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’।

সম্প্রতি এই সিনেমা না দেখতে পারার দুঃখ আদা শর্মাকে টুইট করেছেন কলকাতার সিনেপ্রেমিরা। কিন্তু তার উত্তরে আদা শুধু ক্ষমাই চাইলেন। আদাকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেছেন, ‘৫০০ টাকা খরচা করতে পারি এই ছবিটা দেখার জন্য।’

এর উত্তরে টুইট করে আদা লিখেছেন, ‘আমি খুবই দুঃখিত, নিষেধাজ্ঞা উঠলেও ছবিটা সিনেমা হলে শো পায়নি। সিনেমা দেখানো আমার হাতে নেই।’

বিতর্ক সত্ত্বেও বক্স অফিসে ভালো ফল করেছেন ‘দ্য কেরালা স্টোরি’। মাত্র নয় দিনেই এক শ কোটির ক্লাবে ঢুকে গিয়েছিল সুদীপ্ত সেন পরিচালিত ও আদা শর্মা অভিনীত ছবি। এখন পর্যন্ত ছবির আয় মোট ২০৬ কোটি ৯৭ লাখ ভারতীয় রুপি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ