চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জঙ্গালিয়া এলাকা থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে।
চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জুন বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুনতি রেঞ্জ অফিসের উত্তর পার্শ্বে এলাকায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয়রা জানিয়েছেন, মৃত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
চুনতি পুলিশ ফাঁড়ি এস আই জালাল বাংলাধারাকে জানান, স্থানীয় এলাকাবাসীর দেওয়া খবরের পর লাশটি উদ্ধার করা হয়। নিহত মানসিক ভারসাম্যহীন হতে পারেন। বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।