চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রবিউল হোসেনের (৪৮) ওপর হামলা ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ জুন) রাতে সাড়ে ৭টার দিকে উত্তর ধর্মপুর লন্ডনির ঘাটা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, ছাত্রদের বিদ্যালয়ে মুঠোফোন ব্যবহারে নিষেধ করেন শিক্ষক মো. রবিউল হোসেন। তাই তারা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে রাতের আধারে কয়েকজন মিলে হামলা করে। হামলা করে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ছাত্রদের স্থানীয়রা আটকে রাখে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাহেদুল আলম জানান, স্থানীয়রা চিৎকার শুনে ওই শিক্ষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, গুরুত্বর আহত শিক্ষক রবিউল হোসেনের মাথায় আঘাত পেয়েছেন এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ বলেন, আহত শিক্ষক বা তার কোন প্রতিনিধির নিকট হতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।