spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদবিনোদনঈদে ‘ইনফিনিটি ২’ নিয়ে আসছেন শরিফুল রাজ

ঈদে ‘ইনফিনিটি ২’ নিয়ে আসছেন শরিফুল রাজ

বিনোদন ডেস্ক
spot_img

‘দামাল’ মুক্তির পর দীর্ঘদিন নতুন কোনো কাজের খবর পাওয়া যাচ্ছিল না চিত্রনায়ক শরিফুল রাজের। অবশেষে ভক্ত-দর্শকদের জন্য সুখবর নিয়ে পর্দায় ফিরছেন সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত-সমালোচিত এ অভিনেতা।

আসন্ন ঈদুলআযহা উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্মে মেহেদি হাসিব নির্মিত ‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজ দিয়ে ছোট পর্দায় কামব্যাক করছেন রাজ। সাতপর্বের নতুন এই সিজনের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ম্যাক্স রহমান। ইতোমধ্যে সিরিজটির টিজার প্রকাশিত হয়েছে। প্রায় ১ মিনিট দৈর্ঘ্যের টিজারটিতে অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন রাজ।

দর্শকদের উদ্দেশ্যে শরিফুল রাজ বলেন, “এই ওয়েব সিরিজটির গল্প দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। ‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকেরা আবার আমাকে খুঁজে পাবে।

‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজে রাজ ছাড়াও মুখ্য চরিত্রে আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সুমন আনোয়ার, সাঞ্জু জন, সামিয়া অথৈসহ অনেকে।

প্রসঙ্গত, ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জেতে মুক্তি পাবে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ