চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুর আলম (৬১) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সকালে তিনি মারা যান।
মৃত মঞ্জুর কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালীর বাসিন্দা। তিনি টেকনাফ থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম জানান, মঞ্জুর আলমকে চিকিৎসার জন্য গত ১৯ মে কক্সবাজার জেলা কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। এর মধ্যে দুবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়।
সর্বশেষ শুক্রবার রাতে তাকে পুনরায় চমেক হাসপাতালে পাঠানো হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ডেপুটি জেলার ইব্রাহীম।