চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে আবুল কালাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) বিকাল ৪ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহত আবুল কালাম উপজেলার পশ্চিম কলাউজানের রাজা মিয়া চেয়ারম্যানের ঘাটা এলাকার নজির আহমদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বাংলাধারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আবুল কালাম বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পরে বাড়িতে ফেরত না আসায় পরিবারের লোকজন তাকে পুকুরে খোঁজাখোঁজি শুরু করে।
তিনি আরও বলেন, লোহাগাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পুকুরে উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৪ টার দিকে আবুল কালামের মরদেহ উদ্ধার করে। মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।