বাংলাধারা ডেস্ক »
দুদিন পরই ঈদ। স্বজনদের সাথে ঈদ উদযাপনের জন্য ঢাকা ছাড়ছে লাখ লাখ মানুষ। ঠিক এমনই সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার বন্ধ হয়ে গেল ঢাকার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের লঞ্চ চলাচল। নৌ চলাচল সাময়িক বন্ধের কারণে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘুরমখী লাখো মানুষ।
রোববার ( ২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকার সঙ্গে ৪৩ টি রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিএ এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার এ তথ্য জানান।
তিনি বলেন, আবহাওয়া অধিদফতর নদী বন্দরে ২ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলায় আপাতত নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি ও ঝড়ো হাওয়াও হচ্ছে। যাতে করে কোন দুর্ঘটনার সুযোগ তৈরি না হয় তাই এ সিদ্ধান্ত।
“লঞ্চ চলাচল আবার কখন শুরু হবে সেটি এখনো নিশ্চিত নয়। পুরো বিষয়টি নির্ভর করবে আবহাওয়ার ওপর। ঝড়-বৃষ্টি হচ্ছে এ মূহুর্তে। তাই আমরা আপাতত বন্ধ করেছি। বৃষ্টি বাতাস, আবহাওয়ার ওপর নির্ভর করে চালু করা হবে,” বলেন তিনি।
বাংলাধারা/এফএসএমআর