spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামনারায়ণহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নারায়ণহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফটিকছড়ি প্রতিনিধি
spot_img

চট্টগ্রামের ফটিকছড়িতে ইট ভর্তি চাঁদের গাড়ির নিচে চাপা পড়ে মো.সাইফুল ইসলাম (১৬) নামের ১ পথচারী নিহত হয়েছে। এসময় মোঃ হৃদয় (১৭) নামের আরও এক যুবক আহত হয়েছেন।

শনিবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে নারায়ণহাট বাজারের পশ্চিম পাশে নতুন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সাইফুল ইসলাম উপজেলার নারায়নহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মো. শফিউল আলমের ছেলে। আহত মোঃ হৃদয় একই এলাকার মো. ফারুকের ছেলে।

ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, গুরুতর আহত অবস্থায় মো. সাইফুল ইসলাম নামের একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, হৃদয় ও সাইফুল ইসলাম দুইজনই রাজমিস্ত্রি কাজ করে। কাজ শেষ করে দুইজন রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে আসছিলেন। এমন সময় পেছন থেকে ইট ভর্তি চাঁদের গাড়ি এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলে সাইফুল ইসলাম নিহত হয়। মোঃ হৃদয় কিছুটা আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন

spot_img

সর্বশেষ