spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে বিএনপির সমাবেশ—নগরজুড়ে যানজট, ভোগান্তি

চট্টগ্রামে বিএনপির সমাবেশ—নগরজুড়ে যানজট, ভোগান্তি

বাংলাধারা প্রতিবেদক
spot_imgspot_imgspot_imgspot_img

পূর্ব নির্ধারিত কর্মসূচির আলোকে চট্টগ্রামে বিএনপির সমাবেশ শুরু হলে নগর জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের অবস্থানের কারনে বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

বুধবার (১৪ জুন) দুপুর থেকে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে যোগ দিতে থাকেন।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় বিএনপির সমাবেশ চলার কথা থাকলেও নির্ধারিত স্থানে নেতাকর্মীদের জায়গা সংকুলান না হওয়ায় নেতা-কর্মীরা আসে পাশের সড়কগুলোতে অবস্থান নেয়। এতে করে নগরীর কাজীর দেউড়ি এলাকায় সমাবেশ হওয়ায় চকবাজার থেকে কাজীর দেউড়ি হয়ে আগ্রাবাদ ও ওয়াসা থেকে কাজীর দেউড়ি হয়ে নিউ মার্কেট রুটে চলাচলকারী যানবাহন সমূহ বন্ধ হয়ে যায়।

এতে ভোগান্তিতে পড়ে এই রুটে চলাচল করা যাত্রীরা। গন্তব্যে যেতে অনেকে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকলেও অনেকে আবার পায়ে হেঁটে রওনা দেন। সমাবেশ কেন্দ্রীক বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এদিকে, সমাবেশ এলাকার আশে পাশে ছেঁয়ে গেছে ব্যানার পোস্টারে। ব্যানারে খালেদা জিয়ার মুক্তি এবং অন্যান্য দাবি তুলে ধরেছেন নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন রঙের ক্যাপ এবং টি-শার্ট পরে সমাবেশস্থলে আসছেন যুবদলের নেতাকর্মীরা।

সমাবেশকে কেন্দ্র করে যে কোনো নাশকতা এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। সিএমপি দক্ষিণ জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নোবেল চাকমা বলেন, সমাবেশে জনগণের জান মালের নিরাপত্তা ও নাশকতা এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে। কেউ কোনো ধরণের নাশকতা করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ