কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের তরুণ সাংবাদিক সৈয়দ মো. সাকিল (৩৯) স্ট্রোকজনিত কারণে শহরের সমিতিপাড়ার বাসায় ঘুমন্তাবস্থায় ইন্তেকাল করেছেন। রোববার (২ জুন) ভোররাত হতে সকাল ৯টার ভেতর কোন এক সময় তিনি মারা গেছেন বলে ধারণা তার পরিবারের।
পারিবারিক সূত্র জানায়, সাংবাদিক সাকিল শনিবার রাত ১টার দিকে বাসায় ফেরার পর বুকে অস্বস্থি লাগার কথা জানায়। নানা ভাবে অস্বস্থি দূর করার চেষ্টা করে ভোররাতে বাড়ির চার রুমের একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। সকাল ৭টার দিকে মেয়েটি তার বাবার কাছে গিয়ে তাকে ডেকেও কোন সাড়া না পেয়ে মাকে গিয়ে বলে। বৌ এসেও তাকে ডেকে কোন সাড়া না পেয়ে চিকিৎসক এনে চেক করে স্ট্রোক আক্রান্তের কথা জানায়। তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখানেও চিকিৎসকেরা সাকিল স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করছেন বলে প্রাথমিক ভাবে জানান।
প্রায় একদশক ধরে সাংবাদিকতা পেশায় জড়িত সৈয়দ মোহাম্মদ সাকিল মাই টিভি’র কক্সবাজার প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি কক্সবাজার’ এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। স্টাফ রিপোর্টার, মফস্বল সম্পাদকসহ নানা পদে দায়িত্বপালন করেছেন স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায়।
সৈয়দ মো. সাকিলের পিতা চকরিয়ার হারবাং এলাকার বাসিন্দা সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা ছিলেন। পিতার চাকুরীর সুবাদে মরহুম সৈয়দ মোহাম্মদ সাকিল পিতার সাথে শহরের নুর পাড়ায় বসবাস করতেন। প্রায় বছর দুয়েক আগে সাকিল পরিবার নিয়ে সমিতিপাড়ায় বসবাস শুরু করেন। চার রুমের বাসায় স্ত্রী, সন্তান ও সাকিলই ছিল বাসিন্দা। মৃত্যুকালে এক কন্যা সন্তান ও সন্তানসম্ভবা স্ত্রীসহ অনেক স্বজন রেখে যান তিনি।
রোববার (২ জুন) মাগরিবের নামাজের পর নুরপাড়া উমিদিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে সাকিলকে গোলদিঘীর পাড় বড় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সাংবাদিক সাকিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজারের কর্মরত তার সহকর্মীরা। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গবীর সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বাংলাধারা/এফএস/এমআর