বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ১ হাজার মিটার ছোট ফাঁসের সুতার জাল জব্দ করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) হালদা নদীর কদুরখিল ও হালদা নদীর মোহনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারীর রামদাশ মুন্সির হাট নৌ-পুলিশ ইনচার্জ এসআই মো. মাহফুজুল হাসান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হালদা নদীতে অভিযান পরিচালনা করে ১ হাজার মিটার ছোট ফাঁসের সুতার জাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রতিনিয়ত বিভিন্ন পয়েন্টে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। হালদা নদীর জীববৈচিত্র্য সুরক্ষায় নৌ-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।