spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামবান্দরবানে বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেলো তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তার

বান্দরবানে বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেলো তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তার

বান্দরবান প্রতিনিধি
spot_imgspot_imgspot_imgspot_img

বান্দরবানে বিষাক্ত সাপের কামড়ে চিরন্তন চাকমা ওরফে পজ্জন (৪৯) নামে তুলা উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) রাত সাড়ে দশটায় বান্দরবান পৌর শহর বালাঘাটা পাহাড়ী তুলাগবেষণা কেন্দ্রের স্টাফকোর্য়াটারে এই ঘটনাটি ঘটে।

নিহত চিরন্তন চাকমা বলপেয়ে আদাম-বনরুপা রাঙ্গামাটি জেলা মৃনাল কান্তি চাকমার ছেলে। তিনি বালাঘাটা পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের কটন ইউনিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এবিষয়ে পাহাড়ী তুলা গবেষনা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমা বলেন, গতকাল রাতে দোকান থেকে বাসায় ফেরার সময় বাসার উঠানে বিষাক্ত সাপ ছোবলের পর বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর দায়িত্বরত চিকিৎসক পর্যবেক্ষণ করতে করতে সময় নষ্ট করার কারণে দেরীতে এনটিভেনম ইঞ্জেকশন প্রয়োগ করা হয়েছিল। পরবর্তী এনটিভেনম ইঞ্জেকশন প্রয়োগ করা হলেও রোগীর অবস্থার অবনতি হলে রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টায় চিরন্তন চাকমার মৃত্যু হয়।

এ ব্যাপারে বান্দরবান সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী জানান, সাপের কাটা রোগীকে পর্যবেক্ষণ করে এন্টিভেনম ইঞ্জেকশন প্রয়োগ করতে হয়। কারণ বিষাক্ত সাপের কামড় না হলে এন্টিভেনম ইঞ্জেকশন প্রয়োগ করার সাথে সাথে রোগী মারা যেতে পারে। সেজন্য সাপে কাটা রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে এন্টিভেনম প্রয়োগ করতে হয় বলে জানান তিনি।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ