চট্টগ্রামের বোয়ালখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ জুন) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যেগে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো রেজাউল করিম রাজা।
উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র মো জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারি কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, কৃষিবিদ মো আতিক উল্লাহ ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন।
এছাড়াও ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, মো. মোকারম, এস এম জসিম, শফিউল আজম শেফু, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন আবু, মো. জাহাঙ্গীর আলম, হাজী নাছের আলী, চট্টগ্রাম রেফারি সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মো হেলাল উদ্দিন টিপু, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক হারুনর রশীদ বাবলু ও আবুল হাসেম মতি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সারোয়াতলি ইউনিয়ন বনাম শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ প্রতিদ্বন্দিতা করেন। এসময় সারোয়াতলি ইউনিয়ন ৩-১ গোলে
শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদকে হারিয়ে জয়লাভ করেন। খেলা পরিচালনা করেন নাফিস সরকার, সহকারী রেফারি ছিলেন সত্যপ্রিয় চাকমা ও মো. রাকিব।